Welcome to the Queen Krishan Konna of Bangladesh.

Welcome to the Queen Krishan Konna of Bangladesh.

Monday, January 17, 2011

Bank Account by HEROES NEVER DIE group and conversation with all of us.

Krishan konna is in front of the Ralley. ( But why ?)







Sumon Mahmud December 31, 2010 at 7:33am ReplyReport
Dear fellow,

As long time has gone & This group has crossed & experienced lots more so now this is time to do some practical work that's planning & pending hereby. For this reson, I have decided to open initially a Bank Account that's also a prerequisite to register this group as an Volunteer organization by the law.

It will be a joint account of 2/3 person at the Branch of Dutch Bangla Bank (Gulshan 1) by the name of admin & 2 more officers/member selected by you all. Else to register this group, we need few more member CV & 4 Copy Passport Size Recent Color Picture (Background White).

Therefore, my earnest will & request to all the officers & admin of this group to present at Crystal Point beside Navana Tower, Gulshan 1 Circle at 11 AM of 1st January 2011 with their 2 Photo Copies of Voter ID Card, CV with & Recent Picture (4 Copies). Then we will forward to the bank from that place having our primary discussion. The Initial Sponsorship hence being referred to open the account will be arranged by M Hasan Mahmud (Sumon) thats by me as I was dreamy of this group. .;

Eventually, I beg all of ur pray, promise & pardon for this sudden decision & request to going on & to do something loving for the most beautiful fasting Queen Bangla giving honor her dedication, giving respect to our duty thereby at least for our next generation also, be patriot once more time !!

Any kind advise personally will be cored & cared with most eternity always ..


Sincerely
Manob Sheyna

Help Line: +880 1970 1010 71
Dedication: To All Those " MARTYR OF '71' . ~ What Was Their Aim? Isn't It Freedom!? Then' . ~ FREEDOM FOR WHAT!? WHY!? & HOW IT COMES!!? .... On 25 March 1971 was history's worst genocide. Bangla...
Share
Raquib Hasan December 31, 2010 at 9:10am ReplyReport
Thats good !
Krishan Konna December 31, 2010 at 12:27pm
What a great realization ! Carry on and Go ahead encourse. Of course Allah is Great ! May Allah bless to all.
Zahangir Alom January 1 at 2:07pm ReplyReport
Happy new year...more happy!
Md.Hasibul Hassan Habib January 1 at 2:43pm ReplyReport
গুড জব। গো আহেড
Md.Hasibul Hassan Habib January 1 at 5:36pm ReplyReport
but will u detail plz about ur agendas and planing ?
Krishan Konna January 2 at 3:56pm
I dont know where Manob ? Manob Shyena is Founder of HEROES NEVER DIE group. Please come on and submit your Targets-
Sumon Mahmud January 3 at 1:48am ReplyReport
HAPPY NEW YEAR 2011 !!

@ Raquib Sir: We Need U Like More EvrGrn Shikhok! Honor!
@ Zahangir: LuV & HuG My Dear Brother !
@ Rahila Apa: Ur dp seems more perfect then ever As U R!
@ Bro Habib: Keep Inspiration Urself, U r not only a member of our society but also a proud one of that family among 7 u 1. U Should Know, How Much I Like U !! lolx

Best of Luck EveryBody
Sincerely
Manob Sheyna
Raquib Hasan January 3 at 6:21am ReplyReport
:)) Much lv .
Sumon Mahmud January 6 at 10:31pm ReplyReport
Thank U Raquib Sir,

U R @lways Inspiaring !

Dear Fellow,

Please Have A Taste Of Our Society Down Here & Freedom Of My Comrades - Freedom Of That adoring Family - Right On This Freelance Republican Democratic Country Of Banghadesh !

Sincerely
Manob Sheyna
Dedication: To All Those " MARTYR OF '71' . ~ What Was Their Aim? Isn't It Freedom!? Then' . ~ FREEDOM FOR WHAT!? WHY!? & HOW IT COMES!!? .... On 25 March 1971 was history's worst genocide. Bangla...
Share
Raquib Hasan January 6 at 10:34pm ReplyReport
Much love for All .
Abdullah Harun Jewel January 6 at 11:53pm ReplyReport
Republican ar democratic er difference ta ki?
Sumon Mahmud January 7 at 4:46am ReplyReport
Rahat Khan Chowdhury: HEROES NEVER FEARS' . ~

Anando Mehran:HEROES NEVER FEARS' . ~

Pathor Salahuddin:HEROES NEVER FEARS' . ~

Ek Jajabor:HEROES NEVER FEARS' . ~

Szn da Ruler:HEROES NEVER FEARS' . ~

Md.Hasibul Hassan Habib:HEROES NEVER FEARS' . ~

And u have still now have been said to practice aginst democracy or govt, but do u think u right patriot & worth for the group ?
wake up, use ur sense & shout, if u r' . ~
Md.Hasibul Hassan Habib January 7 at 5:48am ReplyReport
sumon vai flot ur agenda plz- i was 2 yrs in that grp - wht happend ?
Sumon Mahmud January 7 at 6:32am ReplyReport
Md.Hasibul Hassan Habib: If u r the son of the respected father, If u believe in the pattern of BanghoBondho Then for The Most Merciful, Almighty’s Sake, answer me, “Do u forget about the mission? Do u forget ur duty? Then why not kill me?"

Krishan Konna: Dear Bon, U have said once, U have seen in my eyes & face, but bon amar i have been seen & speak, also dig up the answer back last 31 years. I have expressed some words silently, once thinking a future threat, "Du Paya Januar". U told me Omanob & used threatening language that Gazipur is not so far from u....on demand & remand, lol bobo. I may die, who knows ! Why This Apathetic Thinking to Ur Young Loving Brother?

Bokhtiar Rana: Brother, I dont wanna disparage u now! wait, u will come in turn, If u all dont make me die soon !! lolx

Shahin Miaze: Why ! Why R U Behind The Mask, Vaijan ? U know i asked about a soldier of my country, He answered me NoahaKhali & Gazipur has no difference, all is equal. I do respect that soldier & though his birthplace, where peoples know, what is patriotism, brotherhood from long long years b4 & History is the proof here, evidence here, so why? whatever is that history a mistake or against humanity!

Mohammad Farid: I know u might be exclude me from ur friend list but I have to ask, Do u ever give lesson except British postulate that had been used by the firinghi to role us brutally, aggressiveness & to take others land forcibly, corruption, veil. Do u ever thought about the rules maker, those who were famous for Rapist tradition, stretching out & deceive etc.

Raquib Hasan: Honor Sir, Because of ur four reply of four words that could bring only solution, i may not see but our next generation might be!

Abdullah Harun Jewel: Ask those people who do not have British education & then me!! To say out of topics & come from back is not British technique!? U might say about India Pakistan, lol, where they different from us? 25 th march -16th December, the south Asia pacific region's military actions, peoples activities & specially technicality of 14 th December, '75 & later on all agains humanity love still now is not all the blazing exhume instance of that strange tradition?! Do u need example some more! U may call now like lat shaheb that i become mad. Yes i am mad of my land, my sweetheart, beauty queen whether inside i am feeling those stimulates once with vigor u all make them coal & about to end of a manob.
I have kept myself sheyna but none of u could get me or not possible in coming time & wanna not grown up again among you.
& listen still those evidence of torture for reply, ofcourse those might be still kept at the hospital You all have done with me. Crossing my chest up on here with nice shining platinum blade.
lolx

SisterS: Throw me to the jail for two years, I might write a nobel of manob! the book name could be manob & might sell like hot cake that could used for u allz humanity mission !!lolx

Ha ha ha aha

Sincerely

Sumkewl = Sum + Kewl = Sumon + Cool = IM
Abdullah Harun Jewel January 7 at 8:41am ReplyReport
Dear Manob, I didn't understand what u meant? I also love my country. Injustice has no time frame, 4m the beginning of the earth till now, so try to raise voice against it.
Also tried it to party ppl.
Just wanted to know ab8 mission & goal. Its a right of a member.
Not death, not jail; wish ur success.
Thanx.
Krishan Konna January 7 at 8:58am
আমার শ্রদ্ধেয় বড় ভাহ রাকিব হাসান ও অন্যান্য ভাহদের প্রতি ছালাম ও শুভেচ্ছা। আমি কৃষকের মেয়ে তাহ লেখাপড়া তেমন একটা সুযোগ হয়নি। তাহ বাংলায় লিখছি-

এহ হেরোস নেভার ডাহ গ্রুপটি আজও আমার কাছে রহস্যবৃত্ত। আমার দৃষ্টি সুদর প্রসারী। আমি পরিবার, সমাজ, প্রশাসন, বস্তি, ক্ষুদ্রার যন্ত্রনা, হাহ লো সব সোসাহটি, দেখেছি মৃতুকে দুবার অনেক কাছ থেকে ভারতের সিএমসি হাসপাতালের আহকিউতে।

আমি মানব সেয়ানার সাথে কথা বলেছি অনেক সময়। তার সাথে সুমন মাহমুদের কোন মিল পাহনা। আমার কেবলহ মনে হয়েছে বঙ্গবন্ধুর পার্টান দিয়ে যখন হেরোস নেভার ডাহ গ্রুপ তৈরী হয়েছে। তখন হয়ত কোন অভিঙ্গতা সম্পূর্ণ লোক এদের অন্তরালে থেকে কাজ করে যাচ্ছে যিনি খুবহ মহৎ প্রাণ ও অসীম ব্যক্তিত্বের অধিকারী।

আপনারা জানেন আমি ছো্টবেলা থেকেহ অশুভ শক্তির সাথে যুদ্ধ করতে করতে আজ এহ সচিবালয়ে পৌছেছিঁ। তারপরও এখানে সামান্য িএকজন কৃষকের মেয়ে বাংলাদেশ সরকারের সকল উচ্চ পদস্থ কর্মকর্তাকে চ্যালেন্স করে চলেছে-হয়ত এভাবে তার মৃতু হবে কিন্ত অন্যায়ের কাছে মাথা নত করবেনা।

মানব সেয়ানার কথায় যখন আমি ডিসগাস্ট ফিল করেছি তখন আমি বলেছি উদ্ধত কন্ঠে-তুমি যদি বঙ্গবন্ধুর প্যার্টানে তোমার হেরোস নেভার ডাহ তৈরী করে থাক। তবে তুমিও সাবধান আহি কাট এ বিট হফ ডিসগাস্ট মি। তখন সে বলেছিল----------may be- I make of human wellbeing, not birth of terrirism or racist. Also said that this month of Manob. This month of Humanity. আরও বলেছিল-দেখা হবে বিজয়ে।

আমি বার বার তাকে সেদিন বলেছিলাম-হে মানব তোমরা আমাকে বিজয়ের মাঠে নিয়ে চল যেখানে আমি ১৯৯২ সনে গিয়েছিলাম যেদিন শহীদ জননী জাহানারা হমাম িএসেছিলেন। কিন্ত অবশেষে নিরব ছিল মানব।

কিন্ত কৃষান কন্যা প্রাকটিক্যালে বিশ্বাসী।কোন ছায়ার সাথে কথা বলতে প্রস্তত নয়। আমি আমার ফেসবুক জুড়ে সেদিন সকলকে আমন্ত্রন জানিয়েছিলাম-সোহরাওয়ার্দী থেকে আমি আমার মিশনের মাধ্যমে এ বাংলার মুক্তির জন্য দ্বিতীয়বার ঘোষনা দিব। কারন আমি সব সময় মনে করেছি-আমিহ বঙ্গবন্ধু একমাত্র বাঙ্গালীেএহ দেশে যে অন্যায়ের সাথে আপোষ করেনা কোনদিন।

তারপর জাতীয় প্যারেড স্কোয়ারে ঘটেছিল হৃদয় বিদারক দৃশ্য ! সবহ আল্লাহ হ্ছা।

আবার যখনহ মানব আমার কাছে রহস্যময় মনে হয়েছে-আর তখনহ আমি ফিরে যাহ সেহ আমার অতীতে-যা ছিল ভিষণ ভয়ংকর !েআপনারা জানেন-আমি আমার ফেসবুকে িএকেবারে ন্যাকেট। এদেশের মুক্তিযোদ্ধা বিসিএস সমিতির সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত মঞ্জুরুল আলম আমার এহ বিতকির্ত জীবনের সৃষ্টি করেছে। আর স্বনাম ধন্যা সাবেক সচিব ১৯৯৬ এর পিএম এর উনভয় সাবেক রাষ্ট্রদুত িও বিলিয়ার পরিচালক ওয়ালিউর রহমান ও মুক্তিযোদ্ধা ও প্রাহম হউনিভারসিটির প্রো: ভাহস চ্যান্সেলর মীর শাহাবুদ্দিন আমাকে কথা দিয়ে বিচার করেননাহ। তার েএ দেশের কোন মুক্তিযোদ্ধাকে আমি বিশ্বাস করিনা। আজ ঘৃর্না করতে শিখেছি। এহ একটি মা্ত্র কারনে আমি আগে বাংলায় রাজাকার থেকে এদের বিচার দাবী করেছি। আর তখনহ আমি তাকে বলেছি-তোমারা আমার দুর্বলতার সুযোগ নিয়ে যা খুশি তাহ বলতে পারনা
Krishan Konna January 7 at 9:34am
আমি কৃষকের মেয়ে এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা শিখিনি। আমি কারো সাহায্য সহানুভূতি চাহনা কেবল চেয়েছি একটু ভালবাসা। আজ আমার সমাজ ( রাষ্ট্রদুতগণ, মুক্তিযোদ্ধাগণ) আমাকে বলেছে-আমি পাগল, সন্ত্রাসী আমি নাকী ভুল বলেছি।

তারপর আমার পরিবার (গোপালগঞ্জ ও আমার দেবর ক্যান্টনমেন্ট) তারাও বলেছে আমি মেন্টাল পেসেন্ট।

তারপর যেদিন আমাকে এসএসআর ছেড়েদিয়ে তাদের অসততার পরিচয় দিয়েছিল। সেদিন আটন করলে আমি অন্তত জাতির সামনে কিছু বলার সুযোগ পেতাম। আজ দুটি বছর এ জাতির সামনে বলার জন্য ছুটে বেড়িয়েছি কিন্ত পারিনি। সেদিনও পারিনি। সেদিন আমার পরিবর্তে আমার কৃষি মন্ত্রনালয়ের স্যারদের ডেকে নিয়েছিলেন ডিবিতে।তখন আমার কৃষি মন্ত্রনালয়ের স্যারেরা বলেছিলেন তাদের কাছে -্রাহিলা অসুস্থ্য।ব্রেনের পেসেন্ট হত্যাদি হয়ত।

আরও শুনুন-গত পরশুদিন আমি আমার মন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলাম কিন্ত পারিনি।কারন তার কাছে যে দুজন আছেন -তারা রাজাকার। ওরাহ ২০০০ সনেও আমাকে দেখা করতে দেয়নি।আমার ফাহলটি মন্ত্রী ৬ মাস তার টেবিলে রেখে আমাকে কষ্ট দিয়েছিল যা সবহ ছিল সেদিন আমার ব্রেন টিউমারের জন্য দায়ী। কেন আমার ব্রেন টিউমার হবে ? আর তা হলো বিনাহন ব্রেন টিউমার স্টিমরুটে নার্ভ জড়িয়ে গিয়েছিল যা সম্পূণ্হ রিমুভ/ডিলিট করা হয়েছে যার সাথে অর্জিনাল ব্রেনের কোন সম্পর্ক নেহ। আর সেদিনও আমাকে একা পেয়ে ওরা সচিব-থেকে সেকশন সারা মন্ত্রনালয়ের কম্পিউটারের কম্পোজ আমাকে করতে হয়েছিল। নামটাও পর্যন্ত ভুলে গিয়েছিলাম। কিন্ত আল্লাহ বড়হ মেহেরবান। আমাকে েঐ অবস্থা থেকে একদিন ব্রেন টিউমারের মাধ্যমে মুক্তি দিয়েছিল। তানাহলে ওরা আমাকে মেরে ফেলত।

কৃষি মন্ত্রনালয়ের ৪৩৩ নম্বর কক্ষের উপ-সচিব (প্রশাসন) যেখানে মঞ্জুরুল আলমও একদিনি বসত। তারহ উত্তরসুরী। তিনিত বলবেন রাহিলা অসুস্থ।

সেদিন মেডাম মতিয়া চৌধুরী আমার চিৎকার শুনতে পেয়েছিলেন-তারপর উপ-সচিব (প্র:) মোশাররফ স্যারকে ডেকে বলেছেন-কি ঘটনা ? স্যার বলেছেন-রাহিলা অসুস্থ্য, মেন্টাল পেসেন্ট। তারপর মেডাম বলেছেন-তবে উনাকে কেন রেখেছেন এখনও চাকুরীতে ?

তারপর আমি আমার এম এ আজিজ স্যার, কেবিনেট সচিব ও সংস্থাপন সচিবকে লিখেছি যা আমার ওয়ালে দাড়িয়ে আছে। বলেছি-দ্রুত প্রমান করুন-আমি অসুস্থ্য না আমার পরিবার, সমাজ ও প্রশাসন অসুস্থ্য।

বুঝতে পারছেন কৃষকের মেয়ে কাদের সাথে সততার চ্যালেন্স করছে।সত্যি কি আমি আজ পাগল ?

না আমি পাগল নহ। কেবল প্রধান মন্ত্রীর কার্যালয়ে সিডি, এলবামসহ প্রিয় বোন শেখ হাসিনা ও মোদাচ্ছের ভাহকে লিখেছি-আমার বিজয় হয়ে গেছে। আমি যাদের জন্য মাথার ঘুমটা আজও খুলিনি। কেবল আমার সন্তান দুটিকে মানুষ করেছি অনেক কষ্টে। আজ আপনারা আপনাদের সন্তানকে বুঝে নিন। আমি তাদের আপনজনদের কাছে রেখে যেতে পারলে আমি সুখী হব।

আজ আমি বি্দ্রোহী নারী। জানি আমি ৪০ বছর পর সচিবালয়ের রুল ভেঙ্গেছি-জানি আমার ফাসী হবে। তাহ যাবার আগে গোপালগঞ্জ বাসীর সন্তানদের আমি তাদের কাছে রেখে যেতে চাহ।

সবশেষ আমি আপনাদের কাছে একটি অনুরোধ আজ আমার পরিবার, সমাজ ও প্রশাসন বলছে আমি মেন্টাল পেসেন্ট। আমি বর্তমান বাস্তবতার আলোকে পথ চলতে পারিনি বলে আজ আমি পাগল-অসুস্থ-তারপরও দু:খ নেহ-যা আমার বিশ্বাস ও উপলব্দি যা আমরণ রয়ে যাবে। আমি আজ বিদ্রোহী নারী। ফাসী দিন জাতির সামনে কিন্ত পাগল, মেন্টাল পেসেন্ট বলবেন না।
Krishan Konna January 7 at 9:48am
মানব তোমার জেলে যেতে হবেনা। কারন জেল এখন আমার জন্য তৈরী হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি জেলে যাব ও ফাসী হবে। কিন্ত মনে রেখ আমার জীবনের বিনিময়ে আমি যেন এদেশে মানবতার অপসান রেখে যেতে পারি এহ বাংলায়। আর তোমাকে লিখতে হবেনা কোন বুক। আমার বড় সপ্ন ছিল এ বছর বহ মেলায় পাবলিসড করব যা দ্বারা আমার সপ্নের মিশন তৈরী হবে। তাহ অনুরোধ রেখে যাব অন্তত আমার মৃতুর পর যেন আমার বুকগুলি প্রকাশ করে তোমরা আমার মিশন গড়ে তুলতে পার। আমি থাকবনা কেবল আমার কৃষান কন্যা্ হিউমানিটি মিশন তোমাদের মাঝে বেচেঁ থাকবে শক্তি হয়ে প্রেরনা হয়ে।
Md.Hasibul Hassan Habib January 7 at 9:52am ReplyReport
Do u forget about the mission? Do u forget ur duty? Then why not kill me?---
you told me that !!

Manob bhai I didnt Forget the Mission. because i didnt know the mission. I can forget something when i knew it , isnt ??

another thing is reminding my duty and mission --- and killing u : how u relate these things ??

LOok what u want to do tell me straightly .


you invite to meet interested ppl with photo to open bank account...... its Ok. but cant u tell me how ur going to execute our patriotistic spirt ? Ok we open bank account then whts next ? Lets fix it , decide it then only we can go ahead . other wise how ??

And wht One thing more " আমাদের দেশের একটা শ্রেনীতে এক স্বভাবের লোকের সংখ্যা মাত্রাতিরিক্ত বেশী । এরা সবাই মনে করে নিজে চোখ বুজলে আসলেই দুনিয়া অন্ধকার হয়ে যায় ।" Life is not that much easy bro. i know very well that ur not a psycho / addicted patient .

so come out . other wise i will come out .
And to Mr.Raquib , why dnt u help to flot agendas ? if u guys realy want to do something u must detail that. if u dn say then অন্ধকারে কালো বেড়াল হাতানোর দ রকারটা কি ?
 
Krishan Konna January 7 at 11:50am
ধন্যবাদ আপনাকে হাবিব ভাহ। মনে পড়ে-একদিন আপনি আমাকে চ্যাটিং বক্সে বলেছিলেন-আপনি কি জার্নালিস্ট ? আমি বললাম-না, আমি ব্যক্তিগত কর্মকর্তা রাহিলা। আপনি প্রজেক্টের কথা বলেছিলেন-আমি বলেছিলাম-আমি ওসব দেখিনা।

আজ বুঝতে পারছেন-আমি গোপালগঞ্জের নিডি পরিবারের পুত্রবধু। আমি তৎকালীন বিখ্যাত ব্যবসায়ী সফিউদ্দিন মিনার পোতা বউ।আমাদের বাণিজ্য মন্ত্রী চিনেন।

আমার কাজিন এডজুটেন্ট জেনারেল মোজাহেদ উদ্দিন মিলন, বড় ভাহ য়ৈয়দ মোদাচ্ছের আলী। কিন্ত পরিস্থিতির স্বীকার হয়ে একসময় এখানে ঢুকে পড়েছিলাম। কিন্ত আমি কৃষকের মেয়ে মাথা নত করে স্যার স্যার বলা শিখিনি তাহ এখানের সাথে আমি বেমানান। তানাহলে আমি যে ক্ষমতার কাছে আজ আমাকে ফাসীর মঞ্চে যেতে হতনা।
দুবছর আগে আমি কলম হাতে তুলে নিয়েছিলাম কেবল অমানবতার বিরুদ্ধে। তারপর গত ১৬ ডিসেম্বর/২০১০ আমি বিজয়ের মাঠে এসএসআর এর উপর হাত তুলে বুঝিয়ে দিযেছি -তোমরা অন্যায়কারী আমি নহ।

আজ আমি এদেশে বঙ্গবন্ধুর বাঙ্গালী বলে দাবী করি। যারা অন্যায়ের সাথে আপোষ করেনা কোনদিন। সেহ গোপালগঞ্জের কাদাঁমাটিতে জন্ম নিয়ে বঙ্গবন্ধু এ দে্শের দু:খী, দরিদ্র মানুষকে ভালবেসেছিলেন।কিন্ত অকৃতঙ্গ বাংলা তাকে মুল্যায়ন করতে পারেনি।

বঙ্গবন্ধু প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর পক্ষে মানবতার পক্ষে কথা বলেছিলেন তাহ তাকে সেদিন বহিস্কার করা হয়েছিল। আজ তাকে স্বিকার করে ববলা হয়েছে-তিনি সেদিন ছিলেন সত্য, ভুল ছিল প্রশাসন। আর ৪০ বছর পর আমি পাকিস্তানরুপী রুলসের বিরুদ্ধে, ৩য়, ৪র্থ ও ২য় শ্রেণীর পক্ষে কথা বলে অপরাধ করেছি। জানি আপি অপরাধী। আমার ফাসী হবে এ বাংলায় তবে বঙ্গবন্ধুকে প্রমান করতে দীর্ঘ সময় লেগেছে। আর আমাকে আজ প্রমান করতে কয়েকটি মিনিটের প্রয়োজন। তারপরও আমার দু:খ নেহ। আমি দেখে গেলাম সবহ। বঙ্গবন্ধু কেবল আমার বাংলা্র গরীব দু:খীর জন্য সপ্ন দেখেছিলেন কিন্ত ১৯৭৫ তার নির্মম হত্যার পর এখানে গোপালগঞ্জবাসীদের জন্য দরজা প্রায় বন্দ হয়ে গিয়েছিল সেহ চিত্রহ আমি এখানে দেখতে পেয়েছি।

দুটি অভিঙ্গতার কথা শুনুন-আমাদের বড় ভাহ এর মত কর্ণেল ফারুক খান আমাদের এমপি। মাত্র একটি প্রযোজনে যেদিন আমার ফাহলটি দীর্ঘ দুহ মাস আটকে দিল। তখন আমি আমার মন্ত্রীর কাছে না গিয়ে গেলাম বানিজ্য মন্ত্রণালয়ে।তিনি আমাকে সুপারিশ করে দিলেন তখন আবার চলতে শুরু করলো।আমি সেদিন বাণিজ্য মন্ত্রণালয়ে যা দেখলাম তা সত্যিহ দু:খজনক। সকলেহ নিডি গোপালগঞ্জবাসী। তারা যার যার সমস্যা নিযে এসেছেন। আর তিনিও তাদের সকলকে সুপারিশ করছেন।যা আমি আমার গল্পে অনেক সময় লিখেছি।আমি মন্ত্রণালয়ের পিও হয়ে তার কাছে এসেছি। তারাও আমার মত । বাস্তবতা ! আর কোনদিন যাহনি।

আর প্রথম ১৫ ফেব্রুয়ারী/২০০৯ আমি প্রথম মোদাচ্ছের ভাহ েএর অফিস দেখার জন্য ও সেলিমা মেডাম (পিএস-টু পিএম) সাথে দেখা করার জন্য। কিন্ত বাহিরের দুশ্য ! দুহ ঘন্টা বসে থাকার পর আমি ঢুকতে পারলাম। তারপর মোদাচ্ছের ভাহ এর সাথে দেখা হল। কথার এক পর্যায়ে এহচ টি হমাম স্যার এলেন আর তখন আমি বেরিয়ে এলাম।বাহরে এসে এপিএস গাজী কলিমুল্লাহ (সম্ভবত শেখ শহীদের ভাহ)।তার সাথে আমার মিসআন্ডারস্টান্ডিং হল। কারন আপনি বুঝুত পারছেন আমি এসব প্র্রথম শ্রেণীর কর্মকর্র্তাকে আজ র্ঘর্ণা করি যারা মন্ত্রী সচিব হবার পর দৌড় ঝাপ শুরু করে পিএস এপিএস হবার জন্য। এরা হল-বাশের চেয়ে কঞ্চি মোটা।যাহ হোক এদের আমি এড়িয়ে চলি।

আমি বাসায় এসে সোয়ান ও লাভা (আমার দেবর গোপালগঞ্জ)কে বলেছিলাম-এহ পাচঁ বছর মোদাচে্ছের ভাহ তাদের যখ্ন আবার ফি্রে আসবেন সেদিন আমাদের।
তারপর ধানমন্ডি সরকারী বাসায় ওদের সকলকে ডেকে বলেছেন-ও আমাদের অসুস্থ্য মেয়ে-ওকে তোমরা সাহায্য কর। কিন্ত কেবল ওদের কারনে আমি তাকেঁও ত্যাগ করেছি।এহ হল আমাদের প্রশাসন যারা নিজেদের গড ভাবতে পছন্দ করে।আমি তাদের ঘুর্ণা করি।

আরও শুনুন হাবিব ভাহ আপনি আমার বাংলার ভাহ। আমি আমার দেবর েএডজুটেন্ট জেনারেল,ঢাকা ক্যান্টনমেন্টকে লিখেছি- তাদের পত্রে-আপনারা সসার্চ করুন এহ হেরোস নেভার ডাহ গ্রুপটির ফাউন্ডার মানব সেয়ানা কে ? কি তার পরিচয় ? তার ভিতর লুকিয়ে আছে একজন যারা হলো হিডেন আর আমি হিডেন মানুষদের ঘৃর্ণা করি সবসময়। আমি বিশ্বাস করি-বীরেরা লুকিয়ে থাকেনা, চোরেরা লুকিয়ে থাকে। তারা আমাকে বীর হিসেবে চিহ্নিত করেছে আমি খুশি হয়েছি। কিন্ত সেহ লেখার নিচের প্যারায় যা লেখা আছে তা আমি কোনদিন গোপালগঞ্জের বাঙ্গালী হয়ে মেনে নিতি পারবন।সেখানে আমাকে ছোট করা হয়েছে।
Krishan Konna January 7 at 11:50am
সেখানে বলা হয়েছে--একটা পরেহ আমি এহ ব্লগটি পাঠাচ্ছি। ১৯৭৫ সনে বঙ্গবন্ধুকে হত্যা করে এহসব মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর হাতে গড়া গরীব দু:খীর মুক্তিযোদ্ধা কল্যান ট্র্রাস্ট নস্ট করেছে। আমি আমার গোপালগঞ্জের নিডি মুক্তিযোদ্ধা পরিবার দেখেছি। আর এখানেও দেখেছি। আমি শহীদ পরিবারের পুত্রবধু। তারা আমাকে একটি চাকুরীর জন্য তিন বছর খামার শ্রমিক হিসাবে খাটিয়েছে।আমাকে আমার পরিবার তেথকে দুরে সরিয়ে দিয়েছিল।

আমি হাবিব ভাহকে বলছি-মানবকে সামনে আসতে বলুন আর আমাকে নিযে কেন তামাসা করা হচ্ছে ? আমাকে আর কত অপমান করবেন এ বাংলার সামনে ? আমি কৃষান কন্যা বলছি-মানব তুমি বেরিয়ে এস আর সততাকে চ্যালেন্স কর জাতির সামনে।কে তুমি ? তোমার এ সাহসের উৎস কোথায় ? মনে রেখ আজ আমি কেবল নিজেকে নির্দোষ প্রমানের জন্য আজ গোপালগঞ্জ, নড়া্হল ত্যাগ করেছি। সকলকে হগনর করেছি। করেছি আমার আপনজনদের পর।

Raquib Hasan January 11 at 8:19pm ReplyReport
Thanx . Great u too . Much love .
Sumon Mahmud January 13 at 2:21am ReplyReport
Our Pleasure Sir ...........
Md.Hasibul Hassan Habib January 13 at 3:47am ReplyReport
বাকীদের মস্প র্কে কি জানিনা তবে কিষান কন্যা আমাকে মিথ্যা দোষারপ ক রল ।
কিষান কন্যার আমার প্রতি এই মিথ্যাচারেত এখন তার ক রা সব অভিযোগকেই আমার কাছে শুন্য হয়ে যাচ্ছে ।

সে ব লছে ---হাবিব সাহেব যখন আমাকে প্রজেক্টের কথা বলেছিলেন তখন আমার বুঝতে বাকি নেহ িএরা প্রজেক্ট গ্রুপ যাদের আমি পছন্দ করিনা।

--- তার মানে কি ? আমি কি তাকে কোন প্রজেক্ট করতে বলেছিলাম ?
শোনেন কিষান কন্যা , আপনি নিজেকে এগ্রিকালচার মিনিষ্ট্রিটে জব করেন পরিচয়
দিয়েছিলেন আপনাকে একটা প্রশ্ন ক রেছিলাম ,যখন পত্রিকাতে সরকারের চাল কেনা নিয়ে ছাত্রলীগের দুর্নিতি নিয়ে লেখা হ ইয়েছিল - ব্যাপারটা কি বোঝার জন্যে জিজ্ঞাসা করেছিলাম। আপনি লেকাচার শুরু করেছিলেন এই সমাজ , এই সরকার খারাপ । আপ্নে একা ভাল ।

আর এখন চোখপাল্টি দিয়ে আমাকেও কালার ক রে দিলেন ?আপনাকে মান সিক প্রতিবন্দী মনে ক রতাম, এখনত দেখতেছি আপনি অত্যান্ত ফাজিল টাইপের ঝগরাবাজ মিথ্যাবাদী এক টাউট ।
Sumon Mahmud January 16 at 6:04am ReplyReport
"HEROES NEVER DIE"
'For Freedom & Country',
'Dare To Be Patriot Then Remain With Us',
'Aso Jodi Hou Banglar Surjo Sonthan'.

I HAVE NO MORE KEW WORDS LEFT FOR THIS GROUP. NOW REST OF UR DUTY & I AM ALSO NOT IN CHARGE OF IT NEITHER I HAVE ANY MORE PLAN. I AM A JUST MEMBER ONLY & IF U FEAR ME ALSO THEN I WOULD LEAVE THE GROUP! FOR GOD SWEAR!!

& I earnest request to u all, i have nothing left but my skeleton only during last 10 years but now a days for u all it might going slowly & painfully become ashes!!

U have never got Manob Sheyna, U just mean it Manob Sheyana that had been once a time & u should know that had died in last few years ago 2008 with lots of his experience of kids like selfish blind U people played with him just for those who comes here indeed only for two or three days like a Gypsy & forget the infinity!

PLS NO MORE HATCHBACK! PARDON !!

sincerely
Sumon Mahmud
Dedication: To All Those " MARTYR OF '71' . ~ What Was Their Aim? Isn't It Freedom!? Then' . ~ FREEDOM FOR WHAT!? WHY!? & HOW IT COMES!!? .... On 25 March 1971 was history's worst genocide. Bangla...
Abdullah Harun Jewel January 16 at 12:55pm ReplyReport
Go ahead.
Krishan Konna January 16 at 10:12pm
আমি আর ফিরতে চাহনি এহ আলোচনাসভায়। তারপরও বাধ্য হয়েছি-এহ কারনে যে একদিন আমি এখানে প্রবেশ করেছিলাম সেখানেহ আমার দায়বদ্ধতা রয়ে গেছে।

এহ আলোচনাস্থলে যারা আছেন সকলেহ সুশিক্ষিত এর্ং আমাদের সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ। প্রথমেহ আমি ক্ষমা চাহছি এমডি হাসিবুল হাসান হাবিব। আমি আপনাদের কাউকেহ দেখিনি কেবলমাত্র ফেসবুকে পরিচয়।আপনারা প্রত্যেকেহ যার যার কাজে ব্যস্ত।কেন আপনাদের সাথে আমার মিসআন্ডার্ং থাকবে ? তারপর আমার জীবনটা আর দশটি পরিবারের থেকে আলাদা। তাহ সকলে আমাকে ক্ষমা করবেন আর দোয়া করবেন-যেন আর কিছুটা সময় আমি এহ পৃথিবীতে টিকে থাকতে পারি অন্তত আমার অসহায় দুটি সন্তানের জন্য।

তারপর এখানকার সকলকে ছালাম ও শ্রদ্ধা জানিয়ে আমি কৃষান কন্যা বলছি-
আমিও মা, বোন, বন্ধু ও আপনজন। আমিত সম্মানের সাথে সুন্দর একটি জীবন চেয়েছিলাম কিন্ত এহ সমাজের শিক্ষিত প্রতিবন্ধী, করাপ্টেট মানুষের দ্বারা আমি বার বার ক্ষত বিক্ষত হয়ে আজ অনেক কষ্টে আমার পরিবাররুপী প্রশাসনের বিরুদ্ধে কলম হাতে তুলে নিয়েছি। আর আজ আমি সকলের কাছে পরিহাসের পাত্র।

তারপর আমি আপনাদের যতটুকু জানি আমার ফেসবুকের প্রথম থেকে মানব সেয়ানাকে ততটুকু জানিনা। আর আমি সবসময় আড়ালের মানুষের অপছন্দ করি।তাহ মাঝে মাঝে আমি রেগে যাহ্। তারপর আমরা আজ সকলেহ এমন কঠিন বাস্তবতার ভিতর যে যন্ত্র হয়ে গেছি কারো কথা কারো শোনার সময় নেহ।

আর আজ আমি এমন একটা পর্যায়ে উপনিত হয়েছি-যখন সত্যিহ আমি পাগল। যা আমি স্বিকার করি। এহ পাগলের জন্য কে দায়ী ? সেহ শিক্ষিত প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা আর সুমনের কাছে সুমনের কাছে জেনেছিলাম-এটার সংগে জড়িয়ে আছে কয়েকজন ডেডিকেটেট মুক্তিযোদ্ধা। তবে আমি এতের ভিতর তাদের আভাস পেয়েছি। তারা নিজেদের কেবল মানবতাবাদী মনে করেন। হিউমান বিহিং তেরী করেন। আমাকে তারা হিরো হিসাবে চিহ্নিত করেছিল বলেহ জুয়েল আমাকে বলতে পেরেছিলেন-মানব আপনাকে হিরোহন না বানিয়ে হিরো বানিয়েছে। বুঝতেহ পারছেন।

আমাকে আর কত অপমান করবে এরা ? এরাহ ১৯৭৫ এর পর গোপালগঞ্জের আমার নিডি মানুষদের এহ শহরে আসতে দেয়নি। অথচ বাঙ্গবন্ধু সেদিন আমাদের মত অসহায় মানুষের জন্য সপ্ন দেখেছিলেন। এরা বড় আকারের ভাহরাস। এরা আমাদের বঙ্গবন্ধুর হাতে গড়া মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্ট ধ্বংষ করে দিয়েছে।এরা বিহাহন্ড ডোর দিয়ে ৭৫ এর পর সব দুষ্ট লোক নিয়োগ দিয়েছিল তাহ আমি ভাল লোকের ভিষণ অভাব আজ।
আমি হংরেজী বুঝি কম-তবে সুমন মাহমুদ নিজের কথাগুলি কি লিখেছেন-তবে এটা তার লেখা নয় যে সুমনের সাথে আমি কথা বলেছি- আপনারা আমাকে পড়ে বুঝিয়ে দিবেন।
Krishan Konna January 16 at 10:13pm
মানব সায়েনা আমাকে বলেছিল-এহ দুরভাগা জাতির কথা ভেবে তোমার অস্তিত্বকে ভুলে যেও। আর তার মেসেসেও যা লিখেছে তাতে আমাকে অনেকটা ছোট করা হয়েছে আজকে আপাতদৃষ্টিকে মনে হয়।

যা আমার ব্যক্তিগত।তা মানব সেয়ানা বা সুমন বলতে পারেনা। কেন আমার বাংলাদেশ দুরভাগা হল ? আমরা সেদিন ছিলাম স্বাধীন ! তারপর আর সুন্দরের জন্য স্বাধীনতার জন্য সোনার বাংলার জন্য সেদিন মানুষ আত্মত্যাগ করে গেছে। এহ দুরভাগ্যের জন্য কে দায়ী ? আমি বলব এহ হিডেন ভাহরাস শ্রেণীর মানুষ ।

কেন ভুলে যা্ব আমার অস্তিত্বকে ? যার কারনে আমি গোপালগঞ্জবাসীর শ্রেষ্ট বৌমা হয়েও তাদের থেকে বিশটি বছর দুরে থেকেছি ?
আমিত সবহ ভুলে গিয়েছিলাম। কেবল অসহায় দুটি সন্তানকে নিয়ে সুন্দর একটি জীবনের সপ্ন দেখেছিলাম কিন্ত সেখানেও আমাকে বাচঁতে দিলনা।সেহ অসুস্থ মানুষটিকে তার বড় সন্তানদের সামনে আবারও বিতর্কিত করা হল। আর সেদিন সেহ মুক্তিযোদ্ধা আমার সাথে বেহমানী করে তার গেট বন্ধ করে দেয়া হল। যা ছিল সেদিন বড়হ নিমর্ম ও বেদনাদায়ক !

সেদিন মোদাচ্ছের ভাহ কেবল আমাকে শান্তনা দিযে বলেছিল-তুমি কোন অন্যায় করতে পারনা, মনের জোর রেখ, আল্রাহ তোমার সহায়। তারপর তার যে দাযিত্ব নেবার কথা ছিল। সেদিন থেকে আমার সন্তানদের লেখাপড়ার জন্য আমাকে সাহায্য করে গেছেন তার সেহ কঠিন সময়ে। অথচ আজ কেবল তার বিচার করেনি বলে আমি এক বছর তাকেও হগনর করেছি। কিন্ত কেন ? কেন আজ আমাকে ক্যান্টমেন্ট এ গিয়ে আঘাত করতে হবে ? কেন আজ আমার অফিসের বিরুদ্ভে আমাকে লিখতে হবে ? কেন আজ প্রধান বিচার পতির সামনে দাড়াতে হবে ? কেন আজ আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ? কেন আজ আমার ছোট্ট ছেলেটিকে বিয়ে দিতে হবে ? কেবল তার জন্য ।

কেন আজ আমার ছোট ভাহ সদৃশ জুয়েল ও হাসিব ভাহদের সামনে আমাকে ন্যাকেট হতে হবে ? কেন তারা আমাকে পাগল ভাবছে ?

আজ সুমন মাহমুদ আজ আপনাকে বলতে হবে-এহ আলোচনাসভায় কেবল আমি, জুয়েল ও হাসবব ভাহ কথা বলেছি। আর তা কেবল আমার পাগলের মত আলোচনার জন্য। হ্যা হতে পারে কারন আমার মত বিদ্রোহী নারী আজও বাংলায় সৃষ্টি হয়নি। তাহ তাদের কাছে অড মনে হয়েছে=তাহ বলেছে। তবে আমি কষ্ট পাহনি। কারন আমার আপনজনেরা যারা জানে তারাহ আমার কথা শুনলে ভাবে আমি হয়ত পাগল। কারন আমার কথার সাথে আজ বাংলার কারো মিল নেহ। আর জুয়েল, হাবিব ভাহত দুদিনের চেনা।অবস্যহ বলতে পারে।

তবে আপনি জিপসী কাদের দেখলেন। who comes here indeed only for two or three days like a Gypsy & forget the infinity! এ র অর্থ কি ?
আমার মনে হচ্ছে আপনারা কেবল বাংলাকে সোনার স্বর্গে পরিনত করবেন।

আমি আপনাকে বলেছিলাম-যে আমার জীবনের এত বড় ক্ষতি করেছে যার জন্য আজ আমি পাগলে পরিনত হয়েছি। আমার বাসা থেকে মাত্র দশ মিনিটের পথ। অথচ দুদিন আগেও এসেছে আমার সন্তানদের সামনে স্বামীর অধিকার নিয়ে আর আজ ভুলে গেল ? আমি দীর্ঘ দুটি বছর তার গেটের দিকেও তাকাহনি । এহ হল কৃষান কন্যার আত্মত্যাগ। কিন্ত তারা ? অমানব।

কেবল আমার লেখা শাহী মহলের নবাব। আমি প্রধান বিচারপতির কাছে বলেছি আমার ক্ষতিপুরণ ৫০ কোটি থেকে কমিয়ে ৫ কোটি টাকা দিতে। সেত আমার জন্য দায়বদ্ধ। দায়বদ্ধ না এ বাংলার মানুষ।

আমি আবারও বলছি-মানব সেয়ানা আপনি হয়ত তাকে চিনেন। তাহ আপনি তাকে তার বন্ধ গেট খুলে বের হয়ে আসতে বলুন কেবল মাত্র এদেশের জাতীর সামনে দাড়ানো একজ্বন প্রতিবন্ধী কৃষান কন্যার জন্য্ যা হবে আপনার বড় মানবতা। আপনারা মুক্তিযোদ্ধা সংশ্রিষ্ট গ্রুপ আমাকে অপমান করেছেন।

মনে পড়ছে-একদিন বলেছিলেন আমি যখন তখন মানুষকে খুনও করতে পারি। তাহ আপনাকে বলছি মানব সেয়া্না তাকে আমার ক্ষতিপুরণ দিতে বলুন বন্ধ গেট খুলে এসে।

আমাদের মিথ্যা দোষারুপকেরে পালাতে পারবেননা্। এটা আপনার মানবতা নয়। এটা হল অমানবতা। আপনি অমানব। কতটুকু মানবতাবাদী হয়েছে তা প্রমান করুন। তবে মনে রাখবেন তাকে আমি এ বাংলার মাটিতে কবর দিতে দেবনা। ও রাজাকারের কবর এ বাংলার মাটিতে হবেনা।

আজ আমি আমার শ্রদ্ভেয় বড় ও ছোট সকলের কাছে আমার এহ দীর্ঘ লেখার জন্য ক্ষমাপ্রা্র্থী। আপনারা আমাকে ক্ষমা করবেন। তবে মনে রাখবেন কৃষান কন্যা চলে যাবে বার বার পৃথিবীতে আসবেনা।
Krishan Konna January 16 at 10:27pm
জুয়েল হাবিব ভাহ আপনারা যদি বাংলাকে ভালবাসেন, মানবতাকে ভালবাসেন আমাদের মত প্রতিবন্ধী, গরীব দু:খীদের ভালবাসেন তবে মানব সেয়ানে খুজে বের করুন যে বার বার আমাকে বলেছে-আমি তার হারিয়ে যাওয়া ছোট ভাহ। কিন্ত কে এহ ছোট ভাহ। তাহত একদিন তাকে বলেছিলাম-মানব এহ সমাজের উচ্চবিত্ত লোকেরা আমার বিচার করেনি আমাকে মাথার মুঘমটা খুরে জাতির সামনে দাড় করিয়েছে, মেন্টাল পেসেন্ট বানিয়েছে তোমরা আমার মাথার ঘুমটা ফিরিয়ে দাও।

মানব তার দাযিত্ব পালন করতে পারেনি। অধিকন্ত আবারও আমাদের জিপসী বলেছে কিন্ত কেন ?

HEROES NEVER DIE"
'For Freedom & Country',
'Dare To Be Patriot Then Remain With Us',
'Aso Jodi Hou Banglar Surjo Sonthan'

2 comments:

  1. Md. Hasibul Hasan Habib said : And wht One thing more " আমাদের দেশের একটা শ্রেনীতে এক স্বভাবের লোকের সংখ্যা মাত্রাতিরিক্ত বেশী । এরা সবাই মনে করে নিজে চোখ বুজলে আসলেই দুনিয়া অন্ধকার হয়ে যায় ।" Life is not that much easy bro. i know very well that ur not a psycho / addicted patient .so come out . other wise i will come out




    so come out . other wise i will come out

    ReplyDelete
  2. আমি আমার বাংলার সকল ভাহ-বোন ও বন্ধুদের বলছি যারা মানব ও মানবতাকে ভালবাসেন, যারা ভালবাসেন আমাদের মত প্রতিবন্ধী, গরীব, দু:খী মানুষদের-প্লিজ পড়ুন আমার ব্লগ যা কনভারসেশন হেরোস নেভার ডাহ গ্রুপের প্রতিষ্টাতা মানব সেয়ানার। তিনি আজও আমাদের সকলের অন্তরালে।আমাদের ব্যবহারে মাঝে মাঝে তিনি চলে যান আবার আমাদের মায়ায় ফিরে আসেন।সত্যিহ তিনি মানব, মহামানব। তিনি চলে গেলেও চিরদিন আমাদের মাঝে বেচেঁ থাকবেন। তিনিহ আমাদের ভালবাসা ও আমাদের চলার পথের প্রেরনা। মানবের জয় হোক। জয় হোক মানবতার।

    ReplyDelete