Krishan Konna Rahila. |
বাংলাদেশ সচিবালয় হল-দেশের প্রাণকেন্দ্র যেখান থেকে দেশের সবকিছুকে নিয়ন্ত্রিত করা হয়, আইন তেরী করা হয়৷ আর এই সবিচালয়ই নিয়ন্ত্রন করে সারা বাংলাসহ বিশ্বের সকল দেশে অবস্থিত আমাদের মিশনগুলিকে ৷ অর্থাত্ মাথা থেকে পা পর্যনত্ম একটি আয়বয়-একটি সুস্থ্য সবল দেহ৷ দেহের প্রতিটি অংশই দেহের অতি গুরম্নত্বপূণ অংশ৷ একটিকে বাদ দিলে অথবা দুর্বল হয়ে পড়লে তা হয়ে যায় তখন প্রতিবন্ধী৷ আর দেহের কোন অংশ দুর্বল হলেই আমরা অনুভব করতে পারি আমাদের দেহের সমস্যা কোথায় ? আর তখনই আমরা চিকিত্সকের পরামর্শ নেহ৷ ঠিক যখন আমি দেখলাম মাথাটি ক্রমান্বয়ে মোটা হচ্ছে ও পচন ধরেছে, আর নিচের সকল অংগগুলি দুর্বল হয়ে যাচ্ছে৷ অচিরেই দেহের অন্যান্য অংগে তা ক্যান্সারের মত সংক্রমিত হয়ে যে কোন সময় সেগুলিও দুবর্ল হয়ে ধ্বংষ হয়ে যাবে৷ তাই এখন দেহটিকে বাচাঁতে হলে তার সঠিক চিকিত্সা প্রয়োজন আর তা মাথা থেকেই শুরম্ন করতে হবে৷ কেবল অন্যান্য অংগ প্রত্যাঙ্গগুলিকে বাচাঁবার জন্য৷ 'প্রিভেশন ইজ বেটার দ্যান কিউর৷' তাই আজ মা রুপি দেশটিকে বাচাতে হলে মাথা থেকে পা পর্যন্ত তার চিকিত্সার প্রয়োজন অত্যন্ত জরুরী৷
১. 'টেকনাফ থেকে তেতুলিয়া' পর্যন্ত আমাদের কান্ট্রি পিস ভিলেজ৷' বাংলার সকল অবকাঠামোকে শক্তিশালী করা৷ দ্যাট মিনস-বাংলার সকল রাসত্মাঘাট, ব্রিজ, কালভাট তেরী করা৷ সকল মৃত খাল বিল, নদী-নালা ড্রেনেজ / কেটে আবার বাংলার মাটির উবর্্রতা ফিরিয়ে আনা৷ সারা বাংলায় গাছপালা রোপন করে ফলে, ফুলে, ফসলে ভরে তুলে সেই অপরম্নপ বাংলাকে আবার সত্যিকার রম্নপে সোনার বাংলায় পরিনত করা৷ আর যা হবে আসছে সতাব্দির সেহ বিরাট চালেন্স মোকাবিলার সামিল৷
২. আজ ঢাকা শহরের লোকসংখ্যা ১৫০ লৰ যা আনুপাতিক হাওে অনেক বেশি৷ দেশের সকল উন্নয়নের কর্মকান্ডের কেন্দ্রবিন্দু এই রাজধানী শহর হবার জন্য দিনের পর দিন কেবল এখানে লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷ স্বাধীনতার দীর্ঘ সময় পরেও আমাদের দেশের নিম্নাঞ্চলের জীবন যাত্রার মানের পরিবর্তন হয়নি যতটুকু হয়েছে এই ঢাকার শহরের৷ দিনের পর দিন অপরিকল্পিত নগরায়ন গড়ে উঠেছে৷ ঢাকা শহরটি দেশের সকল উন্নয়নের কেন্দ্রস্থল হওযায় মানুষ শহরমুখী হয়েছে, ফলে লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ আর দেশ যখন অর্থনৈতিকভাবে সবল হয়, তখন কালো টাকার পরিমান বৃদ্ধি পায়, দুর্নীতি বেড়ে যায়৷ আর সেই সাথে বেড়ে যায় মানুষের চাহিদা৷ চাহিদার কোন শেষ নেই৷ তাইত আজ বাংলার চিত্র এ রকম৷ প্রতিনিয়ত নুতন গাড়ীতে ভরে যাচ্ছে৷ দখল করছে জায়গা, থাকার স্থান৷ যেখানে আমাদের মানুষের দাড়াবার জায়গা হয়না, ঘুমাবার জায়গা হয়না যেখানে দাড়াতে হচ্ছে এহ সব যন্ত্রগুলি৷ আর এগুলি হল মানুষের বিলাসিতা উন্নত জীবন যাপন৷ তবে মানুষের চাহিদা থাকবে, সময়ের সাথে সাথে জীবনের পরিবর্তন আসবে৷ এটাই স্বাভাবিক কিনত্ম তা হতে হবে ভিলেজকেন্দ্রিক৷ আর তখনই আসবে আমাদের সত্যিকারের সার্থকর্তা৷
৩. বাংলায় ৭টি বিভাগ, ৬৪টি জেলা, ৪৬০টি উপজেলা আর ৬৮ হাজার গ্রাম নিয়ে একটি পরিবার৷ আর আমরা সেই পরিবারের সদস্য৷ আজ প্রতিটি বিভাগকে ঠিক আমাদের আধুনিক জীবনের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে তাকে পরিকল্পিতভাবে সাজাতে হবে৷ প্রতিটি বিভাগে উন্নত মানের আবাসস্থান, স্কুল, কলেজ, হাসপাতাল সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে৷ যাতে নীজ নীজ এলাকার ভিতর মানুষের সকল চাহিদাই পর্যাপ্ত থাকে৷ মানুষকে যাতে কোন জিনিসের জন্য অন্য কোথায যেতে না হয়৷ জাস্ট যার যার চেম্বারকে সুগঠিত করা৷ আপন ঘরটিকে সুন্দর করে পরিপাটি করে সাজানো৷ যাতে সকল প্রকার দুর্যোগ থেকে আমরা আমাদের পরিবারটিকে রৰা করতে পারি৷
৪. কৃষি সেক্টরকে উন্নত করা আমার প্রধান লৰ্য কারন আমি সেদিন ৰুধার বিরম্নদ্ধে ঐক্য নামক বিলবোর্ডে স্বাৰর করে জাতির কাছে দায়বদ্ধ হয়েছিলাম৷ আমি সেদিন আমাদের সকল ডিডিদেও সাথে, আমার পরিবার খামারবাড়ীর সাথে, আমাদের বারি, ব্রি, বিএসআরআই, বিনার সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম কিনত্ম আমার সীমাবদ্ধতা ছিল৷ অনেকের কাছ থেকে আমন্ত্রন পেলেও আমি যোগাযোগ করতে পারিনি যা আমার ব্যর্থতা৷ তাইত আমি কৃষি পরিবারের সদস্য হয়ে আজ আমার অনেক দায়িত্ব এই কৃষি সেক্টরের উপর৷ আজ আমাদেও কৃষি সেক্টর ধ্বংষের মুখে তাই তাকে বাচাঁতে হবে যা আমার জাতির কাছে দেয়া অঙ্গিকার৷
৫. আমাদের আছে শ্রেষ্ট সম্পদ পৃথিবীর শ্রেষ্ট ম্যানগ্রোভ সুন্দর বন, আছে সি বিচ কক্সবাজারসহ আরও অনেক প্রাকৃতিম সম্পদ৷ আজ আমরা আমাদের সেই সকল প্রাকৃতিক সম্পদকে সত্যিকার অর্থে কাজে লাগিয়ে পৃথিবীর অন্যান্য দেশের মত পর্যটক কেন্দ্রে পরিনত করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন কওে দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে পারি৷ আমাদের যেমন আছে উন্নত মানের স্টেডিয়াম যা আজ সারা পৃথিবীর কাছে পরিচিত হয়েছে৷ ঠিক এমনি করে যদি আমরা সুন্দরবন,কক্সবাজারসহ সকল প্রাকৃতিক সম্পদকে সঠিক পরিচর্যার মাধ্যমে পর্যটন শিল্পের উপযোগী করে গড়ে তুলতে পারি যা কেবল আমাদের নুতন প্রজন্মের জন্য সত্যিই কল্যানকরই হবেনা যা হবে সম্মৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার জন্য একটি বড় মানের আয়ের উত্স৷
1.
ঠিক যখন আমি দেখলাম মাথাটি ক্রমান্বয়ে মোটা হচ্ছে ও পচন ধরেছে, আর নিচের সকল অংগগুলি দুর্বল হয়ে যাচ্ছে৷ অচিরেই দেহের অন্যান্য অংগে তা ক্যান্সারের মত সংক্রমিত হয়ে যে কোন সময় সেগুলিও দুবর্ল হয়ে ধ্বংষ হয়ে যাবে৷ তাই এখন দেহটিকে বাচাঁতে হলে তার সঠিক চিকিত্সা প্রয়োজন আর তা মাথা থেকেই শুরম্ন করতে হবে৷ কেবল অন্যান্য অংগ প্রত্যাঙ্গগুলিকে বাচাঁবার জন্য৷ 'প্রিভেশন ইজ বেটার দ্যান কিউর৷' তাই আজ মা রুপি দেশটিকে বাচাতে হলে মাথা থেকে পা পর্যন্ত তার চিকিত্সার প্রয়োজন অত্যন্ত জরুরী৷
ReplyDelete