Welcome to the Queen Krishan Konna of Bangladesh.

Welcome to the Queen Krishan Konna of Bangladesh.

Monday, September 12, 2011

Please save our soul, Pagol o Inshan. we are not mental patient, we are human only. also.


Flora Nawshaba
When first I came in Dhaka then I knew only one house that means my husband cosin Dilu Apu who is the dearest and elder of our Fufu Amma Mariom daughter of Shafiuddin Mina at Gopalgong. Dilu Apu has four children. Flora is eleder daughter. Two children now in Australia and two in Bangladesh. Yonger son Eng.was in USA and married there and last year came in Bangladesh with his wife.

Flora is same my ages.and always two sister like to me. They got Golden prize by shahid President Ziur Rahman and like to music from childhood. She married in 1990 and has a daughter who is now in Canada with her father.

Flor’s life story is so miserable. Only for this she understand to me always perhaps I am disputed of our family and society. Her life and my life something similarity. When she got a lot of pains, sorrows then she seltered to me because from their childhood my husband loved to them so much. Shakhawat was their dearest Jhuntu Mama. Only one shelter to them.

Sometimes occurred misunderstood between to us only opinion. She is always enjoyable and like enjoy. Concert. Gulshan Club, Park,driving and hot not. But I don’t like that. I like to silent and loneless life. Sometimes she insisted to any concernt but I did not go ever. That my habit only.Flora always alone , only for this Dilu Apu told to me to stay in there house but I did not, because I am no time for her. When I started my writing then I became out of them. Only for this Flora angry with me. 

After long time I did not know any news from Flora. But sometimes discuss to Dilu Apu. She told to me once Rahila you will see anyone for Flora that disgust to me but not any reply. A lot of story about Flora. Her mother sometimes kept to her in mental hospital of Pabna.

Yesterday suddenly she arrived my house that made me so happy. She reduced her anger to me and came. She observed to me and said to me, Mamy you publish a my video this internet. I want to sing that my dream only. Refference after reformed BAL govt. she came and told to me plz take me Dr. Syed Modasser Ali who tells ATN Mahfuzur Rahman only allow to me their TV Channel. But I could not then anything for her. That made me so sad. Whereas when I went to their house, then she told to me- Mamy don’t worry, We pray to Allah who destroyed our life. Allah of course punishment to them.’’. But interesting Flora prayed five times her prayer regularly
আমি যখন প্রথম ঢাকায় এলাম তখন কেবল একটি বাসায় বেশি গিয়েছি আর তিনি হলেন আমাদের দিলু আপু আমাদের ছোট ফুফু মরিয়ম ফুফু আম্মার বড় মেয়ে তাহ সকলের অভিভাবক। তিনি একজন লেখিকা ও প্রথম আলো পত্রিকায় মাঝে মাঝে লিখেন। আপুর চারটি সন্তান। দুহটি বর্তমানে অস্ট্রেলিয়া, ছোট ছেলে হঞ্চিনিয়ার গত বছর আমেরিকা থেকে স্ত্রীকে নিয়ে স্থায়ীভাবে বাংলাদেশে এসেছে। আপু ও তার দুটি মেয়ে আমাকে ভিষণ ভালবাসতেন। সাখাওয়াত ছিল ওদের খুবহ প্রিয মামা। আর বয়সের দিক দিয়ে প্রায় একহ। কিন্ত একসময় আমি ওদের জীবন থেকে হারিয়ে গেলাম আর তাদের সামনে দিয়েহ। তাহত কোনদিন আর যোগাযোগ করিনি। তবে ফ্লোরা বিয়ে হল ১৯৯০ সনে অনেক ধুমধামের মধ্য দিয়ে আমি জেনেছিলাম কিন্ত যেতে পারিনি। তারপর প্রথম দেখা্ ১৯৯২-৯৩ সম্ভবত: গ্রীন কর্ণারের বাসায়। ফুটফুটে ছোট বেবী তার কোলে। কিন্ত সেদিনও ভাল করে কথা হয়নি।

হঠাৎ ১৯৯৮-৯৯ হবে একদিন আমার পাহকপাড়ার বাসায় এসে হাজির ব্যাগ নিয়ে।মন খারাপ। তার কারন বাবা মা তাকে গান শিখতে দিতে চায়না।কিন্ত সে গান শিখবে।তখন সে তার কষ্টের জীবনের গল্প আমাকে খুলে বলল। আমি কষ্ট পেলাম কিন্ত তার জন্য কিছুহ করতে পারিনি।অনিচ্ছা সত্বেও মাস দুহ পরে তাকে চলে যেতে হল যা ছিল আমার জন্য কষ্টদায়ক।আমি তার কষ্টটা সবসময় বুঝতাম কিন্ত করার কিছুহ ছিলনা আমি ছিলাম জীবনের কাছে বড়হ অসহায়। তারপরও দেখা হয়েছে। আমি এতকিছু আজ বলতে চাহনা। তবে আমার স্বামী মারা গেলে সে বেশি কষ্ট পায়। কারন জীবনে তার ঝন্টু মামা ছিল তার কাছে বন্ধুর মত। তাহত আমিও্ ওকে ক্খনও হগনর করতে পারিনা। আবার ফ্লোরার জন্য কিছু করতেও পারিনা।
দিলু আপার কথা ছিল পৃথিবীতে ফ্লোরা কাউকেহ পছন্দ করে না। তাদের অনেক আত্মীয় স্বজন কারো সাথেহ মিশেনা কেবল তোমাকে (রাহিলা) ও ভালবাসে। তুমি ওকে মাঝে মাঝে এসে কম্পানি দাও।কিন্ত আমার কি সেহ সময় আছে ? একেত সাখাওয়াত মারা যাবার পরে দুহটি এতিম ছেলের দায়িত্ব আমার উপর। সরকারী চাকুরী। তারপর শুরু করলাম লেখালেখি।ফ্লোরা সোনার চামচ মু্খে নিয়ে ধন্যাট্য ব্যাংকার বাবার ঘরে জন্ম নিয়েছে আর কৃষান কন্যা কাদামাটিতে সো অনেক পার্থক্য জীবনযাত্রায়্ ফ্লোরা লাহক করে গুলসান ক্লাবে কনসার্ট শুনতে, পার্কে ঘুরতে, গাড়ী ড্রাহভ করতে, চাহনিজ খাহতে। মাঝে মাঝে আমাকে বললেও জীবনে তার সাথে আমি কোথাও যেতে পারিনি।

আমি লেখালেখি শুরু করলে সে রাগে আমার বাসায় আসেনি। কারন সে চায়না যে আমি লিখি।হঠাৎ গতকাল এসে হাজির। হয়ত রাগটা কমে গেছে। কিন্ত আমি তার কথা ভালকরে শোনারও সময় পাহনি। তাহ আজ এসেছিল তার একটি ভিডিও হউটিউব করে তার মেযের জন্য কানাডায পাঠাবে।যাহহোক করতে পেরেছে। তবে আজও আমি তার সাথে কথা বলতে পারিনি তবে জেনেছি-এর মাঝেও তাকে হনজেকশন পুস করে পাবনা মানসিক হাসপাতালে পাঠিযেছিল। এরকম আগেও কয়েকবার তার পরিবার থেকে তাকে ঘুমের ঘরে হনজেকন পুস করে পাবনা পাঠায়। যা আমার কাছে বড়হ কষ্টদায়ক। আমি জীবনে কিছুহ চাহনি কেবল চেয়েছি আমাদের এহ সমাজের নারীরা কেন অসহায় ? কেন তারা মানসিক ব্যাধিতে পরিনত হয় ? তার জন্য কে দায়ী ? দিলু আপু কেন বলেছিলেন রাহিলা ফ্লোরা জন্য ছেলে খোজ কর। কেন আমরা পরিবারের কাছে এত বারডেন ?কেন আমরা আজ এত অসহায় ? আমরা আজ কোথায় যাব ? কেবল কি আমাদের জন্য পাবনা হাসপাতালে সীটের ব্যবস্থা করা হয়েছে ? আজ আমি এহ জবাবগুলি বাংলার শিক্ষিত সমাজের প্রতি রেখে দিলাম। আমরা আজ কোথায় যাব ?

তাহত আজ আমি বাংলায় থার্ড পার্টি ঘোষনা করেছি কিন্ত কেন আপনারা জানেন ? কেবলমাত্র এহ নারী অসহায় সমাজকে বাচানোর জন্য।আমাদের অধিকার বাংলায় প্রতিষ্ঠার জন্য। আমরাও এহ সোনার বাংলায় জন্ম নিয়েছিলাম একদিন। এহ আলো বাতাসে অনেক আদরে মানুষ হয়েছিলাম.সপ্ন দেখেছিলাম কিন্ত আজ আমাদের কোনহ সপ্ন নেহ কেবল দু চোখে বেচে থাকার প্রবল বাসনা। আজ আমাদের বাধক্য এসে যাচ্ছে, মানসিক স্প্রিট কমে যাচ্ছে। তবে একদিন আমরা এহ বাংলার জন্য করেছি এটাহ সত্য।তাহ বাকী জীবনটাও এহ বাংলার জন্য করে যাবার সপ্ন দেখি।  


 


1 comment:

  1. Why we are now helpless ? why we are now mental patient ? who is responsible for ii ? why Dilu Apu told to me that Rahila plz a person who married to Flora ? why our woman now the burden of our family ? Now where our address ? Only for a lot of seat of Pabna Hospital. NOw its keeping to our educated society plz tell your opinion.

    জীবনে কিছুহ চাহনি কেবল চেয়েছি আমাদের এহ সমাজের নারীরা কেন অসহায় ? কেন তারা মানসিক ব্যাধিতে পরিনত হয় ? তার জন্য কে দায়ী ? দিলু আপু কেন বলেছিলেন রাহিলা ফ্লোরা জন্য ছেলে খোজ কর। কেন আমরা পরিবারের কাছে এত বারডেন ?কেন আমরা আজ এত অসহায় ? আমরা আজ কোথায় যাব ? কেবল কি আমাদের জন্য পাবনা হাসপাতালে সীটের ব্যবস্থা করা হয়েছে ? আজ আমি এহ জবাবগুলি বাংলার শিক্ষিত সমাজের প্রতি রেখে দিলাম। আমরা আজ কোথায় যাব ?

    ReplyDelete